Aller au contenu principal

সিরাজ উদদীন আহমেদ


সিরাজ উদদীন আহমেদ


সিরাজ উদদীন আহমেদ (জন্ম: ১৪ অক্টোবর ১৯৪১) বাংলাদেশের সাবেক সরকারি কর্মকর্তা, লেখক, রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি ২০২২ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

প্রাথমিক জীবন

সিরাজ উদদীন আহমেদ ১৪ অক্টোবর ১৯৪১ সালে বরিশালের বাবুগঞ্জের আরজিকালিকাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জাহান উদ্দীন ফকির ও মাতার নাম লায়লী বেগম। তিনি সায়েস্তাবাদ এম এইচ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৫৬ সালে ম্যাট্টিক, বরিশাল বিএম কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অর্থনীতিতে এমএ ও ১৯৬৮ সালে বিএল ডিগ্রি লাভ করেন। তার স্ত্রী বেগম ফিরােজা। এই দম্পতীর দুই সন্তান, শাহরিয়ার আহমেদ শিল্পী ও শাকিল আহমেদ ভাস্কর।

কর্মজীবন

সিরাজ উদদীন আহমেদ ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে তিনি বরগুনা জেলা সংগ্রাম কমিটির সমন্বয়কারী ছিলেন। ১৯৭৫ সালে তিনি ছিলেন বরগুনা মহকুমার এসডিও। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।

গ্রন্থ তালিকা

সিরাজ উদদীন আহমেদের প্রকাশিত বইঃ-

সম্মাননা

  • স্বাধীনতা পুরস্কার (২০২২)

তথ্যসূত্র


Text submitted to CC-BY-SA license. Source: সিরাজ উদদীন আহমেদ by Wikipedia (Historical)

Articles connexes


  1. সিরাজ উদ্দিন আহমেদ
  2. চাখার ইউনিয়ন
  3. মেহেদী আলী ইমাম
  4. পটুয়াখালী সরকারি মহিলা কলেজ
  5. আমির আলী (কবি)
  6. শাইখ সিরাজ
  7. আব্দুল বারেক মিয়া
  8. মোহাম্মদপুর ইউনিয়ন, সেনবাগ
  9. মুজিবুল হক (সচিব)
  10. জাহাঙ্গীর কবির (রাজনীতিবিদ)
  11. সৈয়দ কামরুল আহসান
  12. নেয়ামত খাঁ
  13. আবদুল আজিজ খন্দকার
  14. সিরাজ সিকদার
  15. সৈয়দ রহমাতুর রব ইরতিজা আহসান
  16. আসমত আলী শিকদার
  17. সৈয়দা সাকিনা ইসলাম
  18. হায়াত মাহমুদ
  19. দৈনিক ইত্তেফাক
  20. সৈয়দ আজিজুর রহমান