Aller au contenu principal

টেস্ট ক্রিকেট রেকর্ডের তালিকা


টেস্ট ক্রিকেট রেকর্ডের তালিকা


টেস্ট ক্রিকেট রেকর্ড হলো টেস্ট ক্রিকেটে বিভিন্ন দল ও খেলোয়াড়ের যাবতীয় রেকর্ড, পরিসংখ্যান তুলে ধরা ও তুলনা করা। ক্রিকেট খেলায় টেস্ট ক্রিকেট এমন একটি ধারা বা পর্যায় যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বা আইসিসি'র পূর্ণাঙ্গ সদস্যদের নিয়ে খেলা হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে সর্বমোট সদস্য দেশের সংখ্যা ১২টি। নামের আদ্যাক্ষর অনুযায়ী দেশগুলো হলো: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। আভিজাত্যের প্রতীক হিসেবে খ্যাত টেস্ট ক্রিকেটে আফগানিস্তান ও আয়ারল্যান্ড নবীনতম দেশ হিসেবে অভিষেক ঘটায় ২০১৮ সালে। বর্তমানে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট, টি-২০ ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রিকেট সমগ্র বিশ্বে খেলা হচ্ছে। তন্মধ্যে মূল খেলা হিসেবে টেস্ট খেলাকেই বিবেচিত করে থাকেন ক্রিকেটবোদ্ধারা। টেস্ট ম্যাচ একদিনের আন্তর্জাতিক খেলার চেয়ে ভিন্নতর ধাঁচের। খেলায় অংশগ্রহণকারী উভয় দল দু'টি করে ইনিংস খেলতে পারে এবং ইনিংসে নির্দিষ্ট কোন ওভার সংখ্যার সীমাবদ্ধতা নেই। টেস্ট ক্রিকেট ১ম শ্রেণীর ক্রিকেটের একটি উপ-সেট। তাই টেস্টের পরিসংখ্যান এবং রেকর্ডগুলোও ১ম শ্রেণীর ক্রিকেটে রেকর্ড হিসেবে বিবেচিত হয়। টেস্টের সময়সীমা বর্তমানে ৫ দিনের। মাঝে মাঝে দু'দিন পর একদিনের জন্য বিরতি দিয়ে পুনরায় আরো তিনদিন খেলার সময়সীমা যুক্ত হতে দেখা যায়। কিন্তু টেস্টের ইতিহাসে দেখা যায় যে, সম্পূর্ণ খেলাটির মেয়াদকাল তিন দিন থেকে শুরু করে অসীম সময় পর্যন্ত সীমাবদ্ধ ছিল।

খেলার সংখ্যা

দলীয় পরিসংখ্যান

ইনিংসের ব্যবধানে জয়

রানের ব্যবধানে জয়

স্বল্প উইকেটের ব্যবধানে জয়

স্বল্প রানের ব্যবধানে জয়

সমতাসূচক খেলা

ফলো-অন রেকর্ড

ধারাবাহিক জয়

দলীয় রান

ইনিংসে সর্বোচ্চ রান

ইনিংসে সর্বনিম্ন রান

৪র্থ ইনিংসে সর্বাধিক রান

ব্যক্তিগত পরিসংখ্যান

খেলোয়াড়ী জীবনে সর্বাধিক রান

ক্রম অগ্রসরমান সর্বোচ্চ রান সংগ্রাহক

প্রত্যেক ব্যাটিং অবস্থানে সর্বাধিক রান

প্রত্যেক অবস্থানে সর্বাধিক রানের অধিকারী

খেলোয়াড়ী জীবনে সর্বাধিক গড় রান

ইনিংস অথবা সিরিজ

ক্রম অগ্রসরমান সর্বোচ্চ ব্যক্তিগত রান

খেলায় সর্বাধিক রান

সিরিজে সর্বাধিক রান

শতক

সর্বাধিক টেস্ট শতক

দ্রুততম শতক

ওভারে সর্বোচ্চ রান

তথ্যসূত্র

আরও দেখুন

  • টেস্ট ক্রিকেট
  • টেস্ট ক্রিকেটের ইতিহাস (১৮৮৪ - ১৮৮৯)
  • ক্রিকেটের ইতিহাস ১৭২৬ - ১৭৬৩
  • ক্রিকেটের ইতিহাস ১৬৯৬ পর্যন্ত

বহিঃসংযোগ

  • রেকর্ড-টেস্ট ম্যাচ ইএসপিএন ক্রিকইনফো
  • ক্রিকেট আর্কাইভ ডট কম ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ জুলাই ২০১১ তারিখে
  • হাউস্ট্যাট ডট কম
  • ক্রিকেট-রেকর্ডস্‌ ডট কম

Text submitted to CC-BY-SA license. Source: টেস্ট ক্রিকেট রেকর্ডের তালিকা by Wikipedia (Historical)

Articles connexes


  1. বাংলাদেশের টেস্ট ক্রিকেট রেকর্ডের তালিকা
  2. টেস্ট ক্রিকেট অভিষেকে শতরান করার তালিকা
  3. বাংলাদেশের টুয়েন্টি২০ আন্তর্জাতিক রেকর্ডের তালিকা
  4. টেস্ট ক্রিকেটে দশ হাজার বা তদূর্ধ্ব রান সংগ্রহকারী ব্যাটসম্যানের তালিকা
  5. টেস্ট ক্রিকেট অভিষেকে ৫ উইকেট লাভকারী বাংলাদেশী ক্রিকেটারদের তালিকা
  6. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের রেকর্ডের তালিকা
  7. পাকিস্তানি টেস্ট ক্রিকেটারদের তালিকা
  8. লর্ডস ক্রিকেট গ্রাউন্ড
  9. টেস্ট ক্রিকেট
  10. অস্ট্রেলীয় টেস্ট ক্রিকেটারদের তালিকা
  11. টেস্ট ক্রিকেটে ৩০০ বা তদূর্ধ্ব উইকেটধারী বোলার
  12. ক্রিকেট পরিসংখ্যানসমূহ
  13. শতক (ক্রিকেট)
  14. জ্যাক গ্রিগরি
  15. ক্রিকেট বিশ্বকাপের রেকর্ড তালিকা
  16. আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই উইকেটলাভকারী বোলারদের তালিকা
  17. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা
  18. অ্যান্ডি গ্যানটিউম
  19. ক্রিস মার্টিন
  20. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল


ghbass