Aller au contenu principal

নীলফামারী-৩


নীলফামারী-৩


নীলফামারী-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি নীলফামারী জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪নং আসন।

সীমানা

নীলফামারী-৩ আসনটি নীলফামারী জেলার জলঢাকা উপজেলা নিয়ে গঠিত।

ইতিহাস

নীলফামারী-৩ আসনটি ১৯৮৪ সালে গঠিত হয়, যখন বৃহত্তর রংপুর জেলাকে ভেঙে পাঁচটি জেলায় (নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা) ভাগ করা হয়েছিল।

নির্বাচনী এলাকা গঠনের সময় এটি জলঢাকা উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (বড়ভিটা ও পুটিমারি ও রণচণ্ডি) নিয়ে গঠিত ছিল। কিন্তু ২০১৮ সাধারণ নির্বাচনে সীমানা পুনরায় নির্ধারিত করে।

নির্বাচিত সাংসদ

নির্বাচনী ফলাফল

২০১০-এর দশকে

২০০০-এর দশকে

১৯৯০-এর দশকে

টীকা

Giuseppe Zanotti Luxury Sneakers

বহিঃসংযোগ

  • প্রথম আলোতে নীলফামারী-৩

Text submitted to CC-BY-SA license. Source: নীলফামারী-৩ by Wikipedia (Historical)


ghbass