Aller au contenu principal

চিলাহাটি রেলওয়ে স্টেশন


চিলাহাটি রেলওয়ে স্টেশন


চিলাহাটি রেলওয়ে স্টেশন হল চিলাহাটি-দর্শনা ব্রডগেজ লাইনের একটি শেষ রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের রংপুর বিভাগের নীলফামারী জেলায় অবস্থিত একটি সীমান্তবর্তী স্টেশন। ১৯৬৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এটা বাংলাদেশ - ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ে ট্রানজিট পয়েন্ট ছিলো। মিতালী এক্সপ্রেস চালু মাধ্যমে ৫৫ বছর পর রেলপথটি আবার চালু করা হয় । স্টেশনটি চিলাহাটি ও ভারতে পরিষেবা প্রদান করে। ২০২০ সালের ১৭ই ডিসেম্বর থেকে একটি মালবাহী ট্রেন হলদিবাড়ি থেকে চিলাহাটি চলাচল করছে। ১লা জুন, ২০২২ইং হতে এই রেলওয়ে স্টেশন দিয়ে ভারতের জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত আন্তর্জাতিক রেল যোগাযোগ শুরু হয়।

ব্রিটিশ আমলে চিলাহাটির গুরুত্ব

হলদিবাড়ী-চিলাহাটি

সৈয়দপুর-চিলাহাটি রেলওয়ে লাইন

১৮৭৪ সালে নর্থ বেঙ্গল স্টেট রেলওয়ে কর্তৃক এ লাইনটি নির্মাণ করা হয়। এভাবেই দীর্ঘদিন চলার পর ২০১০ সালে চিলাহাটি-ঢাকা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস চালুর লক্ষে সৈয়দপুর-চিলাহাটি ৬৪ কিলোমিটার রেল লাইনের পুরনো লাইন ও আকার পরিবর্তন ও উন্নয়নের কাজ হয়।

পরিসেবা

চিলাহাটি রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে নিম্নে তা উল্লেখ করা হলো:

  • নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি-ঢাকা
  • চিলাহাটি এক্সপ্রেস চিলাহাটি-ঢাকা
  • রূপসা এক্সপ্রেস চিলাহাটি-খুলনা
  • সীমান্ত এক্সপ্রেস চিলাহাটি-খুলনা
  • বরেন্দ্র এক্সপ্রেস চিলাহাটি-রাজশাহী
  • তিতুমীর এক্সপ্রেস চিলাহাটি-রাজশাহী
  • মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি
  • ঘাঘট মেইল চিলাহাটি-পার্বতীপুর
  • লোকাল ট্রেন ।

তথ্যসূত্র


Text submitted to CC-BY-SA license. Source: চিলাহাটি রেলওয়ে স্টেশন by Wikipedia (Historical)

Articles connexes


  1. চিলাহাটি মেইল
  2. হলদিবাড়ী রেলওয়ে স্টেশন
  3. চিলাহাটি এক্সপ্রেস
  4. চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন
  5. তরণীবাড়ী রেলওয়ে স্টেশন
  6. পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন
  7. ফুলবাড়ী রেলওয়ে স্টেশন
  8. নীলসাগর এক্সপ্রেস
  9. নীলফামারী রেলওয়ে স্টেশন
  10. সৈয়দপুর রেলওয়ে স্টেশন
  11. আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন
  12. ডোমার রেলওয়ে স্টেশন
  13. খয়রাতনগর রেলওয়ে স্টেশন
  14. দারোয়ানী রেলওয়ে স্টেশন
  15. তিতুমীর এক্সপ্রেস
  16. আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন
  17. মীর্জাগঞ্জ রেলওয়ে স্টেশন
  18. যশোর জংশন রেলওয়ে স্টেশন
  19. কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন
  20. সান্তাহার জংশন রেলওয়ে স্টেশন