Aller au contenu principal

পলাশবাড়ী ইউনিয়ন, নীলফামারী সদর


পলাশবাড়ী ইউনিয়ন, নীলফামারী সদর


পলাশবাড়ী ইউনিয়ন বাংলাদেশের নীলফামারী জেলার নীলফামারী সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

অবস্থান

পলাশবাড়ী ইউনিয়ন নীলফামারী শহরের উত্তরে অবস্থিত। ইউনিয়নের উত্তরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন,ও সদরের লক্ষীচাপ ইউনিয়ন, দক্ষিণে নীলফামারী পৌরসভা ও পূর্বে টুপামারী ইউনিয়ন পশ্চিমে চওড়া বড়গাছা ইউনিয়ন, গোড়গ্রাম ইউনিয়ন ও খোকশাবাড়ী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক এলাকা

পলাশবাড়ী ইউনিয়ন ১০ মৌজা নিয়ে গঠিত। মৌজা সমূহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত।

  • মৌজা সমূহের নাম-
    • তরনীবাড়ী
    • পলাশবাড়ী
    • জ্ঞানদাশ কানাই কাটা
    • আরাজী ইটাখোলা
    • নটখানা
    • বামনডাঙ্গা
    • খলিচাপশা

ইতিহাস

জনসংখ্যা

পলাশবাড়ী ইউনিয়নের জনসংখ্যা উপাত্ত

  • মোট জনসংখ্যাঃ ২৩,৭৩৬ জন
    • নারীঃ ১১,৬৫৬ জন
    • পুরুষঃ ১২,০৮০ জন

শিক্ষা

এ ইউনিয়নের শিক্ষা হার ৪৬%। ইউনিয়নের ১টি কলেজ, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ১০টি প্রাথমিক বিদ্যালয়, ১টি প্রিক্যাটেড স্কুল ও ৩টি কিন্ডারগার্ডেন স্কুল রয়েছে।

উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান

  • পলাশবাড়ী কলেজ
  • পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়
Collection James Bond 007

অর্থনীতি

উল্লেখযোগ্য ব্যক্তি

দর্শনীয় স্থান

  • নীলকুঠি, নটখানা, পলাশবাড়ী
  • ডেনিশ লেপ্রসি মিশন, নটখানা, পলাশবাড়ী
  • তরনীবাড়ি পুরাতন বিষ্ণু মন্দির, তরনিবাড়ী, পলাশবাড়ী
  • তরনিবাড়ী রেল স্টেশন, তরনিবাড়ী, পলাশবাড়ী

আরও দেখুন

  • নীলফামারী জেলা

তথ্যসূত্র

বহিঃসংযোগ


Text submitted to CC-BY-SA license. Source: পলাশবাড়ী ইউনিয়ন, নীলফামারী সদর by Wikipedia (Historical)


PEUGEOT 205