Aller au contenu principal

মুক্তিযুদ্ধে একুশে পদক বিজয়ীদের তালিকা


মুক্তিযুদ্ধে একুশে পদক বিজয়ীদের তালিকা


মুক্তিযুদ্ধে একুশে পদক বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িতদের জন্য একটি জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ভাষা আন্দোলন-এর শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে "একুশে পদক" প্রদানের প্রচলন করা হয়। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ২০১৩ সাল থেকে "মুক্তিযুদ্ধে একুশে পদক" প্রদান করা হচ্ছে। প্রত্যেক পদকপ্রাপ্তকে একটি পদক, একটি সম্মাননা সনদ, একটি রেপ্লিকা এবং পুরস্কারের অর্থমূল্য প্রদান করা হয়ে থাকে। একুশে পদকে ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক প্রদান করা হয়; যার নকশা করেছেন নিতুন কুণ্ডু। প্রাথমিকভাবে পুরস্কারের অর্থমূল্য ২৫,০০০ টাকা দেয়া হতো; বর্তমানে এটি ২ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে।

বিজয়ীদের তালিকা

যদিও ১৯৭৬ সাল থেকে একুশে পদক প্রদানের প্রচলন শুরু হয়; কিন্তু মুক্তিযুদ্ধে একুশে পদক প্রথম প্রদান করা হয় ২০১৩ সালে। প্রতি বছরই এই ক্ষেত্রে পদক দেয়া হলেও ২০১৪, ২০১৭ এবং ২০১৮ সালে কাউকে তা দেওয়া হয়নি।

আরও দেখুন

  • ভাষা আন্দোলনে একুশে পদক বিজয়ীদের তালিকা
  • শিক্ষায় একুশে পদক বিজয়ীদের তালিকা
  • গবেষণায় একুশে পদক বিজয়ীদের তালিকা
  • ভাষা ও সাহিত্যে একুশে পদক বিজয়ীদের তালিকা
  • শিল্পকলায় একুশে পদক বিজয়ীদের তালিকা
  • সাংবাদিকতায় একুশে পদক বিজয়ীদের তালিকা
  • বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক বিজয়ীদের তালিকা
  • সমাজসেবায় একুশে পদক বিজয়ীদের তালিকা
  • অর্থনীতিতে একুশে পদক বিজয়ীদের তালিকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ


Text submitted to CC-BY-SA license. Source: মুক্তিযুদ্ধে একুশে পদক বিজয়ীদের তালিকা by Wikipedia (Historical)