Aller au contenu principal

জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া


জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া


জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, ব্রাহ্মণবাড়িয়া , 'ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসা' নামেও পরিচিত। এটি বাংলাদেশ এর অন্যতম কওমি জামিয়া মাদ্রাসাগুলোর মধ্যে একটি। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ছিলেন 'আবু তাহের মুহাম্মদ ইউনুস'। পরবর্তীতে ১৯১৪ সালে তার নামে মাদ্রাসার নামকরণ করা হয়। এরপর ক্রমান্বয়ে এটি দেওবন্দ এর অন্যতম ছাত্র ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম, আল্লামা রিয়াযতুল্লাহ গাছতলা, মুফাসসের হুজুর খ্যাত আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর, মুফতীয়ে আজম আল্লামা মুফতী নুরুল্লাহ এর আওতাধীন ছিলেন। ১৯৯৮ সাল থেকে এটি ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য বেশিরভাগ মাদ্রাসাা নিয়ন্ত্রণণ করে আসছে।

বর্তমানে আল্লামা আশেকে এলাহী উজানী সদরুল মুহতামিম ও শায়খুল হাদীস এবং প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন মুফতী মুবারক উল্লাহ। শিক্ষা সচিব হিসেবে আছেন আল্লামা শামসুল হক সুফিজী।

প্রাক্তন শিক্ষার্থী

  • আজিজুল হক- মুহাদ্দিস, শিক্ষক ও রাজনীতিবিদ
  • আঃ হক গাজীনগরী - মুহাদ্দিস, শিক্ষক, গবেষক
  • ফজলুল হক আমিনী- মুফতি, শিক্ষক, রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য
  • মুফতী নুরুল্লাহ - প্রিন্সিপাল ও শায়খুল হাদীস - অত্র জামিয়া
  • মনিরুজ্জামান সিরাজী- মুহাদ্দিস, শিক্ষক, গবেষক,
  • ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম
  • মুফতি আব্দুর রহিম কাসেমি
  • [[মুফতি মুবারকুল্লাহ,[ বর্তমান প্রিন্সিপাল ]
  • আল্লামা সাজিদুর রহমান (শায়খুল হাদিস, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ,কো-চেয়ারম্যান আল হাইআতুল উলইয়া লিল জামি'আতিল ক্বাউমিয়া বাংলাতদেশ
  • আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী ( শায়খুল হাদিস, সিনিয়র সহ-সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ, সহ-সভাপতি বেফাকুল মাদারিসির আরাবিয়া বাংলাদেশ)
  • হাফেজ মাওলানা নুরে আলম জাহাঙ্গীর (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও সাংবাদিক)

আরও দেখুন

  • হাটহাজারী মাদ্রাসা
  • আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া
  • জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া
  • জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ
  • জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া
  • জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর
  • জামিয়া রাজ্জাকিয়া যুবদাতুল উলূম আল ইসলামিয়া, পুনিয়াউট,ব্রাহ্মণবাড়িয়া
  • জামিয়া ইসলামিয়া ইয়াকুবিয়া দঃ জগৎসার

তথ্যসূত্র


Text submitted to CC-BY-SA license. Source: জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া by Wikipedia (Historical)