Aller au contenu principal

আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ


আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ


আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সরকার স্বীকৃত ইসলামি শিক্ষা বোর্ড। সরকার ১১ এপ্রিল ২০১৮ সালে এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদীসকে (ইসলামী শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা প্রদান করে।

অধীনস্থ বোর্ড

বর্তমানে কওমি মাদ্রাসার ৬ টি বোর্ডের অন্তর্ভুক্ত বাংলাদেশের সব ক’টি দাওরায়ে হাদীস কওমি মাদ্রাসা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে নিবন্ধিত।

এগুলি হচ্ছে :

  1. বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
  2. আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ
  3. বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ
  4. আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ
  5. তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ
  6. জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ

পটভূমি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উলামায়ে কেরামের উপস্থিতিতে কওমি মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে ও দারুল উলূম দেওবন্দের মূলনীতিকে ভিত্তি ধরে কওমি মাদরাসার সর্বোচ্চ পরীক্ষা দাওরায়ে হাদীসকে মাস্টার্স (ইসলামী শিক্ষা ও আরবি) এর সমমানের মর্যাদা প্রদানের ঘোষণা দেন। ১৩ এপ্রিল ২০১৭ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব (স.বি.-১) আব্দুস সাত্তার মিয়া এ মর্মে একটি প্রজ্ঞাপন জারি করেন। ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ “আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীন ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদীস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামী শিক্ষা ও আরবি) এর সমমান প্রদান বিল ২০১৮” জাতীয় সংসদে উত্থাপিত হয় এবং ১৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখ জাতীয় সংসদে এ বিল পাস হয়। ৮ অক্টোবর ২০১৮ তারিখে বিল রাষ্ট্রপতির সম্মতি লাভ করে এবং সর্বসাধারণের অবগতির জন্য সংসদ সচিবালয় কর্তৃক গেজেট আকারে প্রকাশ করেন।

উদ্দেশ্য

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল একটি আদর্শ পাঠ্যক্রম নিশ্চিত করার জন্য এবং ছয় কাওয়মি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সমস্ত প্রতিষ্ঠানের কেন্দ্রীভূত পরীক্ষা নেয়া এবং এ উদ্দেশ্য পূরণে সরকারি স্বীকৃতি লাভ করা। মূল কাজগুলি হল: পাঠ্যক্রম তৈরি, শিক্ষার মান পরীক্ষা, পরীক্ষার ব্যবস্থা এবং ডিগ্রী প্রদান।

বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটি কাওমি মাদ্রাসা:

  • আল জামায়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম
  • জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা-১২০৪
  • আল জামিয়া আল ইসলামিয়া পাটিয়া
  • আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি
  • জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ
  • জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর
  • জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া
  • জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
  • জামিয়া রহমানিয়া রহমান ঢাকা
  • জামিয়া ইসলামিয়া দারুল উলুম ঢাকা,(আকবর কমপ্লেক্স) মিরপুর১,ঢাকা
  • জামিয়া দারুল মরিফ আল ইসলামিয়া
  • জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেট
  • জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা
  • জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার, সিলেট
  • জামায়াতুল উলুম আল-ইসলামিয়া লালখান বাজার
  • জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাগ
  • জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদ্রাসা, কচুয়া, চাঁদপুর।
  • জীরি মাদরাসা, চট্রগ্রাম।
  • জামিয়া শরিয়াহ মালিবাগ, ঢাকা
  • জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট
  • জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা
  • জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুর
  • বাইতুল উলূম ঢালকানগর মাদরাসা গেন্ডারিয়া, ঢাকা
  • জামিয়া নূরিয়া ইসলামিয়া ভার্থখলা
  • জামিয়া ইসলামিয়া দারুল উলুম বড়ুয়া
  • জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম কুমিল্লা
  • দারুল উলুম হোসাইনিয়া, ওলামা বাজার, ফেনী

আরও দেখুন

  • দেওবন্দি সংগঠনের তালিকা
  • দারুল উলুম দেওবন্দ
  • বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • বাংলাদেশে শিক্ষা
  • বাংলাদেশে ইসলাম
  • দারসে নিজামি

তথ্যসূত্র

Collection James Bond 007

বহিঃসংযোগ

  • আল হাইআতুল উলয়ার দাফতরিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে
  • আল হাইআতুল উলয়ার ভেরিফাইড ফেসবুক পেইজ
  • আল হাইআতুল উলয়ার গুগল ম্যাপ

Text submitted to CC-BY-SA license. Source: আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ by Wikipedia (Historical)


ghbass