Aller au contenu principal

এবাদুর রহমান চৌধুরী


এবাদুর রহমান চৌধুরী


এবাদুর রহমান চৌধুরী বাংলাদেশের আইননজী‌বি ও রাজনীতিবিদ যিনি সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

প্রাথমিক জীবন

এবাদুর রহমান চৌধুরী ১৯৪৭ সালের ১৮ ফেব্রুয়ারি মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন এবং ২০২৩ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যু বরণ করেন।

রাজনৈতিক ও কর্মজীবন

এবাদুর রহমান চৌধুরী ঊনসত্তরের গণঅভ্যুত্থান থে‌কে স‌ক্রিয় রাজনী‌তির শুরু করেন। পেশায় সু‌প্রিম কো‌র্টের আইননজী‌বি। তিনি ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি চারদলীয় জোট সরকারের আমলে খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১২ জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাব উদ্দিনের কাছে পরাজিত হন।

ব্যক্তি জীবন

ব্যক্তি এবাদুর রহমান চৌধুরীর চার কন্যা।

তথ্যসূত্র

Collection James Bond 007


Text submitted to CC-BY-SA license. Source: এবাদুর রহমান চৌধুরী by Wikipedia (Historical)