Aller au contenu principal

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর


বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর


বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত। এটি একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন এই প্রতিষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

ইতিহাস

১৯৬৮ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্মচারী-কর্মকর্তা এবং রেলওয়ে এলাকার ছেলেমেয়েদের শিক্ষার সুবিধার্থে । প্রতিষ্ঠার শুরুতে প্লে থেকে দশম শ্রেনী পর্যন্ত পাঠ্যেক্রম চালু করা হয়। পরে তা পরিবর্তন করে ষষ্ঠ থেকে দশম। প্রতিষ্ঠাকালে ছাত্র এবং শিক্ষক সংখ্যা ছিলো যথাক্রামে ২৫০ এবং ২০ জন।

ক্যাম্পাসের বর্ণনা

এর অবস্থান সৈয়দপুর কাঁচা বাজারের পাশে এবং সৈয়দপুর শহরের অবস্থিত।

অবকাঠামো

এ প্রতিষ্ঠানে রয়েছে উন্নত ও আধুনিক অবকাঠামোগত সুবিধাদি। প্রতিষ্ঠানের তিনটি ভবন রয়েছে। তিনটির মধ্যে একটি ভবনে রয়েছে স্কুল লাইব্রেরি এবং পদার্থ, রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার বিজ্ঞান প্রভৃতি বিষয়ভিত্তিক গবেষণাগার।

তথ্যসূত্র

Collection James Bond 007


Text submitted to CC-BY-SA license. Source: বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর by Wikipedia (Historical)