Aller au contenu principal

বেলায়েত হুসাইন


বেলায়েত হুসাইন


বেলায়েত হুসাইন (১৯১০ — ২০১৭) ছিলেন একজন বাংলাদেশি ইসলামি পণ্ডিত, হানাফি সুন্নি আলেম, কারী, শিক্ষাবিদ এবং গবেষক। তিনি নূরানী শিক্ষা পদ্ধতির আবিষ্কারক এবং নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন।

জন্ম ও বংশ

বেলায়েত হুসাইন ১৯১০ সালে চাঁদপুর জেলার অন্তর্গত শাহারাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের কৃষ্ণপুরের (বর্তমানে বেলায়েত নগর) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুনশী আব্দুল জলীল এবং মা সাইয়েদা খাতুন। তিন বছর বয়সে তার বাবা মারা যান এবং ছয় বছর বয়সে তার মা মারা যান।

শিক্ষা জীবন

তিনি ফরিদগঞ্জের বারোপাইকা মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর পার্শ্ববর্তী ইসলামিয়া মাদ্রাসায় মাধ্যমিক পড়াশোনা সমাপ্ত করেন। ১৯৪৬ সালে ঢাকার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড় কাটারা মাদ্রাসায় দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। এখানে তার শিক্ষকদের মধ্যে রয়েছে: শামসুল হক ফরিদপুরী, মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী সহ প্রমুখ।

কর্ম জীবন

শামসুল হক ফরিদপুরীর পরামর্শে তিনি জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম জাফরাবাদ মাদ্রাসার মুহতামিমের (অধ্যক্ষ) দায়িত্ব পান। দায়িত্ব পাওয়ার পর তিনি এটিকে দাওরায়ে হাদিসে (মাস্টার্স) উন্নীত করেন। এছাড়াও তিনি ঢাকার কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া ইসলামিয়ার সহ-প্রতিষ্ঠাতা।

তিনি প্রায় ৬০ বছর গবেষণা করে “নূরানী শিক্ষা পদ্ধতি” আবিষ্কার করেন।

মোহাম্মদ উল্লাহ হাফেজ্জীর পরামর্শে ১৯৮১ সালে তিনি ঢাকায় নূরানী কেন্দ্রের কাজ শুরু করেন এবং ১৯৮৪ সালে নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। তিনি এই বোর্ডের সভাপতি ছিলেন।

চাঁদপুরে নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন।

তাকে মরণোত্তর শায়খুল কুরআন উপাধিতে ভূষিত করা হয়েছে।

মৃত্যু

২০১২ সাল থেকে ব্রেন স্ট্রোক ও বার্ধক্যজনিত কারণে তিনি শয্যাশায়ী ছিলেন। ২০১৭ সালের ২৪ জুন ঢাকার মোহাম্মদপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তারাবীর নামাযের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। চাঁদপুরে তার প্রতিষ্ঠিত নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও দেখুন

  • শামসুল হক ফরিদপুরী
  • মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী
  • দেওবন্দি ব্যক্তিত্বের তালিকা
Giuseppe Zanotti Luxury Sneakers

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ


Text submitted to CC-BY-SA license. Source: বেলায়েত হুসাইন by Wikipedia (Historical)

Articles connexes


  1. দেওবন্দি ব্যক্তিত্বের তালিকা
  2. হোসাইন ইবনে আলী
  3. ইসলামের সমসাময়িক মুসলিম পণ্ডিতদের তালিকা
  4. জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ
  5. জামিয়া আরাবিয়া শামসুল উলুম ফরিদপুর
  6. বাঙালি ইসলামি ব্যক্তিত্বের তালিকা
  7. জামিয়া ইসলামিয়া লালমাটিয়া
  8. জামেয়া রশীদিয়া ফেনী
  9. আলি আসগর ইবনে হুসাইন
  10. জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম
  11. আল জামিয়া আল ইসলামিয়া কাসেমুল উলুম বগুড়া
  12. আশরাফ আলী
  13. কারবালার যুদ্ধে হোসাইনের সেনাবাহিনীতে নিহতদের তালিকা
  14. জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল
  15. নোয়াখালী জেলা
  16. চল্লিশা
  17. আজিজুল হক (শায়খুল হাদিস)
  18. ইসলামের রূপরেখা
  19. বাংলাদেশী ব্যক্তিবর্গের তালিকা
  20. কওমি মাদ্রাসা