Aller au contenu principal

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ


জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ


জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ (আরবি: وفاق المدارس الدينية بنغلاديش) বাংলাদেশে অবস্থিত সরকার স্বীকৃত একটি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সমূহের মধ্যে এটি সর্বাপেক্ষা নতুন। ২০১৬ সালের ৭ অক্টোবর ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে এই বোর্ডটি গঠিত হয় এবং ১৫ অক্টোবর এটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই বোর্ডের অধীনে ১২০০+ মাদ্রাসা রয়েছে।

শিক্ষা ব্যবস্থা

বোর্ডের বর্তমান শিক্ষা ব্যবস্থা তিনটি পর্যায়ে বিভক্ত।

  • প্রথম পর্যায়ঃ এ পর্যায়ে রয়েছে ২টি স্তর।
    • প্রথম স্তরঃ প্রাথমিক শিক্ষা। কুরআন তেলওয়াত ও ইসলামিয়াতসহ গণিত, বাংলা, ইংরেজি ও সমাজ বিজ্ঞান প্রভৃতি ৫ম শ্রেণির মান পর্যন্ত। একে বলা হয় আল মারহালাতুল ইবতিদাইয়্যাহ বা কওমী প্রাথমিক মাদ্রাসা।
    • দ্বিতীয় স্তরঃ এতে রয়েছে সাধারণ শিক্ষা সহ ইসলামিক শিক্ষা। অর্থাৎ আরবি ভাষা, আরবি ব্যকরণ ও ফিকাহশাস্ত্র, গণিত, বাংলা, ইংরেজি ও সমাজ বিজ্ঞান। একে বলা হয় আল মারহালাতুল মুতাওয়াসসিতাহ। এর মেয়াদ ৩ বছর। ( ৬ষ্ঠ থেকে ৮ম )
  • দ্বিতীয় পর্যায়ঃ এপর্যায়ে রয়েছে ৪টি স্তর।
    • ১ম স্তরঃ আল মারহালাতুস সানাবিয়্যাহ (মাধ্যমিক স্তর), যার মেয়াদ ২ বছর (৯ম-১০ম)।
    • ২য় স্তরঃ আল মারহালাতুস সানাবিয়্যাতুল উলইয়া (উচ্চ মাধ্যমিক স্তর), যার মেয়াদ ২ বছর (১১শ - ১২শ)।
    • ৩য় স্তরঃ আল মারহালাতুল ফজিলত (স্নাতক ডিগ্রি)। এর মেয়াদ ২ বছর (১৩শ - ১৪শ)।
    • ৪র্থ স্তরঃ আল মারহালাতুল তাকমিল (মাস্টার্স ডিগ্রি)। এর মেয়াদ ২ বছর। এ স্তরকে দাওরায়ে হাদিস বলা হয়।
  • তৃতীয় পর্যায়ঃ এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক ডিপ্লোমা ও গবেষণামূলক শিক্ষা কোর্স। যথাঃ হাদিস, তাফসির, ফিকহ, ফতওয়া, তাজবিদ, আরবি সাহিত্য, বাংলা সাহিত্য, ইংরেজি, উর্দু ও ফারসি ভাষা, ইসলামের ইতিহাস, সীরাত, ইলমুল কালাম, ইসলামি দর্শন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পৌর বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান ইত্যাদি বিষয়ের গবেষণামূলক শিক্ষা।

কেন্দ্রীয় পরীক্ষা

বর্তমানে বোর্ডের অধীনে নিম্নোক্ত কেন্দ্রীয় পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হয় :

  • হিফজ ও নাযেরা
  • ইলমুল কিরাত ও তাজবীদ
  • ইবতিদাইয়্যাহ ( পঞ্চম শ্রেণি)
  • মুতাওয়াসসিতা (অষ্টম শ্রেণি)
  • সানাবিয়া (উলইয়া উচ্চ মাধ্যমিক)
  • ফযীলত (স্নাতক পাস, দুই বছর মেয়াদী)
  • ইফতা (স্নাতক সম্মান, চার বছর মেয়াদি অনার্স)

উল্লেখযোগ্য প্রতিষ্ঠান

বোর্ডের অধীনে এক সহস্রাধিক মাদ্রাসা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য :

  • জামিয়া ইকরা বাংলাদেশ
  • আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাব নগর মাদ্রাসা
  • জামিয়া শায়খ যাকারিয়্যা ঢাকা
  • জামিয়া আজমিয়া দারুল উলুম, বনশ্রী, রামপুর
  • দারুল উলুম মাদ্রাসা মিরপুর
  • জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ইছাপশর বেলংকা মাদ্রাসা
  • জামিয়া মাদানিয়া আসআদুল উলুম মাদানিনগর খুলনা মাদ্রাসা
  • জামিয়াতুস সাহাবা মাদ্রাসা
  • জামিয়া আশরাফিয়া নুরেরচালা মাদ্রাসা
  • জামিয়া আশরাফিয়া খাগডহর, ময়মনসিংহ
  • জামিয়া আরাবিয়া খাদিজাতুল কুবরা, খুলনা
  • ইমদাদুল উলুম রশিদিয়া মহিলা মাদরাসা, ফুলবাড়ি গেট, খুলনা
  • জামিয়া আশরাফুল উলুম, খালিশপুর, খুলনা

আরও দেখুন

  • দেওবন্দি সংগঠনের তালিকা
  • আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ
  • আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ
  • বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ
  • কওমি মাদ্রাসার শিক্ষাবোর্ডের তালিকা

তথ্যসূত্র

Collection James Bond 007

বহিঃসংযোগ

  • আল হাইআতুল উলয়ার প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ সেপ্টেম্বর ২০২০ তারিখে

Text submitted to CC-BY-SA license. Source: জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ by Wikipedia (Historical)