Aller au contenu principal

মৌলভীবাজার জেলা


মৌলভীবাজার জেলা


মৌলভীবাজার জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা।

অবস্থান ও আয়তন

উত্তরে সিলেট জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা, পশ্চিমে হবিগঞ্জ জেলা। জেলার প্রধান নদ-নদী ৬ (ছয়)টি- মনু, বরাক, ধলাই, সোনাই, জুড়ী ও কুশিয়ারা।

প্রশাসনিক এলাকাসমূহ

মৌলভীবাজার জেলা ৭টি উপজেলা, ৭টি থানা, ৫টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন, ৮৯৯টি মৌজা, ২০১৫টি গ্রাম ও ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত।

উপজেলাসমূহ

মৌলভীবাজার জেলায় মোট ৭টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হল:

সংসদীয় আসন

ইতিহাস

শাহ মোস্তফা-এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি।

কীর্তিমান ব্যক্তিত্ব : হয়রত শাহ মোস্তফা (র:), মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ, মুক্তিযুদ্ধের বীর সেনানী হামিদুর রহমান,কবি মুজাফফর খান, সৈয়দ মুজতবা আলী, প্রাক্তন প্রাদেশিক ও জাতীয় পরিষদ সদস্য, খ্যাতিমান রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব মো. কেরামত আলী,পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্যমোহাম্মদ মুহিবুর রহমান [১], জাতীয় পরিষদ সিলেটের প্রথম মহিলা সদস্য বেগম সিরাজুন্নেসা চৌধুরী, সাবেক স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী, অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, গবেষক ড. রঙ্গলাল সেন প্রমুখ।

মুক্তিযুদ্ধ : মুক্তিযুদ্ধে মৌলভীবাজার ছিল ৪ নং সেক্টরের অধীন। সেক্টর কমান্ডার ছিলেন সি.আর.দত্ত। মৌলভীবাজার সদরের ঘরোয়া গ্রামের হত্যাকাণ্ড, নড়িয়া গ্রামের গণহত্যা, রাজনগর পাঁচগাঁও এর গণহত্যা, বড়লেখা ও কুলাউড়ার বধ্যভূমিতে নারকীয় হত্যাযজ্ঞ আজও মানুষকে কাঁদায়। ৮ ডিসেম্বর মৌলভীবাজার শত্রুমুক্ত হয়।

উল্লেখযোগ্য ব্যক্তি

  • লুৎফুর রহমান বর্ণভী-বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত।
  • সৈয়দ মুজতবা আলী- সাহিত্যিক।
  • খান বাহাদুর সৈয়দ আবদুল মজিদ - রাজনীতিবিদ
  • শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর
  • সৈয়দ মুর্তাজা আলী - ইতিহাসবিদ।
  • মো. কেরামত আলী - ব্যবসায়ী, রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব
  • আজিজুর রহমান (রাজনীতিবিদ)- স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত।
  • আব্দুল মুত্তাকিম চৌধুরী-পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য
  • বিপ্লবী লীলা দত্ত নাগ - ঢাবির প্রথম ছাত্রী।
  • নবাব আলী আমজাদ - বিখ্যাত জমিদার ও সমাজসেবক।
  • মহাকবি শেখ চান্দ- মধ্যযুগের বিখ্যাত কবি।
  • এম. সাইফুর রহমান - রাজনীতিবিদ।
  • ডক্টর রঙ্গলাল সেন- জাতীয় অধ্যাপক ও সমাজবিজ্ঞানী।
  • গৌরীশঙ্কর ভট্টাচার্য -সাংবাদিক
  • দ্বিজেন শর্মা - সাহিত্যিক ও নিসর্গবিদ।
  • আতাউল করিম - বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী।
  • বিচারপতি নাজমুন আরা সুলতানা- বাংলাদেশের প্রথম নারী বিচারপতি।
  • চৌধুরী গোলাম আকবর সাহিত্যভূষণ- সাহিত্যিক ও লোকগীতি সংগ্রাহক।
  • ডক্টর আবেদ চৌধুরী- জিনবিজ্ঞানী।
  • মোহাম্মদ মুহিবুর রহমান- পাকিস্তান ৩য় জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য
  • সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ - রাজনীতিবিদ এবং ডাকসুর সাবেক ভিপি।
  • সৈয়দ মহসিন আলী - রাজনীতিবিদ।
  • এ. এন. এম. ইউসুফ - রাজনীতিবিদ ও সমাজসেবক।
  • রামরঞ্জন ভট্টাচার্য -শহীদ বুদ্ধিজীবী
  • মুন্সি আশরাফ হোসেন সাহিত্যরত্ন- লোকসাহিত্য গবেষক।
  • উপাধ্যক্ষ আব্দুস শহীদ- কৃষিমন্ত্রী,সাবেক চীফ হুইপ
  • সুরেন্দ্র কুমার সিনহা - সাবেক প্রধান বিচারপতি।
  • নুরুন্নাহার ফাতেমা বেগম - চিকিৎসাবিদ।
  • শাহাব উদ্দিন- পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী
  • মোফাজ্জল করিম- কবি ও জনপ্রশাসন কর্মকর্তা
  • মঈনুস সুলতান- সাহিত্যিক
  • গোপীনাথ দত্ত -বাংলা মহাভারত রচয়িতাদের অন্যতম।
  • তাজুল মোহম্মদ- মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক
  • মতিউর রহমান চৌধুরী - প্রখ্যাত সাংবাদিক।
  • নবাব আলী হায়দার খান- আসামের কৃষিমন্ত্রী
  • মেজর জেনারেল ইসমাইল ফারুক চৌধুরী - বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাবেক সামরিক প্রকৌশলী প্রধান
  • এবাদুর রহমান চৌধুরী- সাবেক প্রতিমন্ত্রী
  • বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান
  • এবাদত হোসেন- বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার
  • রোশনারা মনি- ব্রিটিশ অভিনেত্রী ও গায়িকা
  • সৈয়দ মোহাম্মদ আলী-বাংলাদেশে ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ।

অর্থনীতি

মৌলভীবাজার এর অর্থনীতির প্রধান ভীত হলো চা শিল্প ও রাবার শিল্প। এ জেলায় প্রচুর পরিমানে চা ও রাবার উৎপাদিত হয়। এ ছাড়াও জেলার অর্থনীতিতে পর্যটন শিল্পও বিশেষ ভাবে উল্ল্যেখযোগ্য, তা ছাড়াও এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ছোট বড় শিল্প- যা মৌলভীবাজার জেলার অর্থনীতিকে করছে সমৃদ্ধশালী।

Giuseppe Zanotti Luxury Sneakers

চিত্তাকর্ষক স্থান

  • শ্রীশ্রী ঠাকুরবাণীর শ্রীধাম • (হরিস্মরণ, মুন্সীবাজার, কমলগঞ্জ) •
  • শাহ মোস্তফা -এর মাজার - মৌলভীবাজার শহরের কেন্দ্রস্থলের বেড়ীরপাড়ের দক্ষিণ তীর;
  • রাজা সুবিদ নারায়ণ - রাজনগরের শেষ রাজা।
  • ঐতিহাসিক কমলারানীর দিঘি, রাজনগর।
  • খাজা ওসমান - সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান সেনাপতি;
  • চা বাগানসমূহ
  • চা কন্যা ভাষ্কর্য। সাতগাও, মৌলভীবাজার।
  • লাউয়াছড়া জাতীয় উদ্যান।
  • মাধবকুন্ড জলপ্রপাত - বড়লেখা
  • মাটির পুল, বড়লেখা।
  • হাম হাম জলপ্রপাত- কমলগঞ্জ
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান- স্মৃতিস্তম্ভ - কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধলই চা বাগান;
  • মাধবপুর লেক - মাধবপুর, কমলগঞ্জ
  • কেরামত হাউস- কমলগঞ্জ
  • মো. কেরামত আলী জামে মসজিদ, কমলগঞ্জ
  • গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাব, শ্রীমঙ্গল।
  • শ্রীমঙ্গলে অবস্থিত শতাধিক রিসোর্ট।
  • নবাব আলী আমজদের বাড়ি, কুলাউড়া
  • হাকালুকি হাওর,
  • খোজার মসজিদ;
  • গাছপীর আব্রু মিয়ার মাজার - সিরাজনগর;
  • ইউনুছ পাগলার মাজার - সাতগাঁও বাজার, শ্রীমঙ্গল।
  • খাজার টিলা - হযরত শাহ মনজুর আলী রহঃ মাজার সিন্দুরখান, শ্রীমঙ্গল।
  • হযরত খরমশাহ মাজার পাচাউন, মির্জাপুর।

৩০০ বছরের পুরোনো মাজার।

  • হযরত খাজা শাহ হাছন আলী চিশতী রহঃ মাজার লাহারপুর, শ্রীমঙ্গল।
  • হাইল হাওর - শ্রীমঙ্গল ;
  • জান্নাতুল ফেরদাউস কম্পলেক্স, শ্রীমঙ্গল।
  • জিলাদপুর তিন গম্ভুজ গায়েবি মসজিদ।
  • বৈকন্ঠ সাধুর জোরা তমাল তলা মন্দির - সাতগাঁও রুস্তুমপুর।
  • অজ্ঞান ঠাকুরের দেয়াল- অন্তেহরি, রাজনগর।
  • ম্যানগ্রোভ ভিলেজ- অন্তেহরি, রাজনগর।
  • বাইক্কা বিল - কালাপুর।
  • বধ্যভূমি - শ্রীমঙ্গল।
  • পুরান গাঁও পাল বাড়ি প্রাচীন মন্দির, সাতগাঁও স্থাপিত সন ১২৫২
  • নির্মাই শিব বাড়ি আশিদ্রোন

আরও দেখুন

  • সিলেট বিভাগ
  • বাংলাদেশের জেলাসমূহ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • বাংলাপিডিয়ায় মৌলভীবাজার জেলা
  • মৌলভীবাজার জেলা - জাতীয় তথ্য বাতায়ন।

Text submitted to CC-BY-SA license. Source: মৌলভীবাজার জেলা by Wikipedia (Historical)

Articles connexes


  1. মৌলভীবাজার-১
  2. মৌলভীবাজার-৪
  3. মৌলভীবাজার-৩
  4. মৌলভীবাজার-২
  5. মৌলভীবাজার সদর থানা
  6. মৌলভীবাজার
  7. মৌলভীবাজার পৌরসভা
  8. মৌলভীবাজার সদর উপজেলা
  9. মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
  10. মণিপুরী ললিতকলা একাডেমি, মৌলভীবাজার
  11. সাইফুর রহমান স্টেডিয়াম
  12. মৌলভীবাজার (দ্ব্যর্থতা নিরসন)
  13. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মৌলভীবাজার
  14. মোস্তফাপুর ইউনিয়ন, মৌলভীবাজার সদর
  15. কামালপুর ইউনিয়ন, মৌলভীবাজার সদর
  16. মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি
  17. শ্রীমঙ্গল পৌরসভা
  18. জুড়ী থানা
  19. রাজনগর থানা
  20. শ্রীমঙ্গল থানা


ghbass