Aller au contenu principal

মৌলভীবাজার-২


মৌলভীবাজার-২


মৌলভীবাজার-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩৬নং আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী নাদেল।

সীমানা

১৯৮৪-২০১৪

মৌলভীবাজার-২ আসনটি কুলাউড়া উপজেলার বরমচাল ও কমলগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগর, ইসলামপুর, এবং শমশেরনগর ইউনিয়ন নিয়ে গঠিত ছিল।

২০১৮-বর্তমান

বর্তমানে এ আসনটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত।

ইতিহাস

১৯৮৪ সালে মৌলভীবাজার-২ নির্বাচনী এলাকা গঠিত হয়, যখন বৃহত্তর সিলেট জেলাকে বিভক্ত করে চারটি নতুন জেলা (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ) গঠিত হয়েছিল।

২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে। ২০১৮ সালের সাধারণ নির্বাচনের আগে, নির্বাচন কমিশন কামালগঞ্জ উপজেলার আদমপুর, আলীনগর, ইসলামপুর ও শমশেরনগর ইউনিয়নকে বাদ দিয়ে সীমানা ছোট করে।

নির্বাচিত সাংসদ

নির্বাচন

২০১০-এর দশকে নির্বাচন

২০০০-এর দশকে নির্বাচন

১৯৯০-এর দশকে নির্বাচন

তথ্যসূত্র

Giuseppe Zanotti Luxury Sneakers

বহিঃসংযোগ

  • প্রথম আলোতে মৌলভীবাজার-২

Text submitted to CC-BY-SA license. Source: মৌলভীবাজার-২ by Wikipedia (Historical)

Articles connexes


  1. মৌলভীবাজার-১
  2. মৌলভীবাজার-৩
  3. মৌলভীবাজার-৪
  4. মৌলভীবাজার জেলা
  5. মৌলভীবাজার
  6. মৌলভীবাজার সদর উপজেলা
  7. মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়
  8. আব্দুল মতিন
  9. কুলাউড়া উপজেলা
  10. মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট
  11. ব্রাহ্মণবাজার ইউনিয়ন
  12. হবিগঞ্জ-২
  13. এম এম শাহীন
  14. এ. এন. এম. ইউসুফ
  15. সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ
  16. আমতৈল ইউনিয়ন, মৌলভীবাজার সদর
  17. আবদুল মতিন (দ্ব্যর্থতা নিরসন)
  18. শফিউল আলম চৌধুরী নাদেল
  19. টাঙ্গাইল-২
  20. মোহাম্মদ জিল্লুর রহমান (রাজনীতিবিদ ও শিল্পপতি)