Aller au contenu principal

জলঢাকা উপজেলা


জলঢাকা উপজেলা


জলঢাকা বাংলাদেশের নীলফামারী জেলার অন্তর্গত একটি উপজেলা।

অবস্থান ও আয়তন

এ উপজেলার উত্তরে ডিমলা উপজেলা, দক্ষিণে কিশোরগঞ্জ উপজেলা, পূর্বে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ও কালীগঞ্জ উপজেলা, পশ্চিমে নীলফামারী সদর উপজেলা ও ডোমার উপজেলা।

প্রশাসনিক এলাকা

জলঢাকা উপজেলা ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত।

  • উপজেলা পরিষদঃ
  • পৌরসভা:
    • জলঢাকা পৌরসভা
  • ইউনিয়ন সমূহ:
    • গোলমুন্ডা ইউনিয়ন
    • মীরগঞ্জ ইউনিয়ন
    • ডাউয়াবাড়ী ইউনিয়ন
    • বালাগ্রাম ইউনিয়ন
    • গোলনা ইউনিয়ন
    • ধর্মপাল ইউনিয়ন
    • শিমুলবাড়ী ইউনিয়ন
    • কাঁঠালী ইউনিয়ন
    • খুটামারা ইউনিয়ন
    • শৌলমারী ইউনিয়ন
    • কৈমারী ইউনিয়ন

ইতিহাস

ওয়ারেন হেস্টিংস এর ভারত শাসন আমলে আজকের এই উপজেলা পদ্ধতিকে অপরাধ দমনের লক্ষ্যে তৎকালীন থানা (পুলিশ স্টেশন) হিসেবে প্রবর্তন করা হয়। পরবর্তীতে অপরাধ দমনের পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকাণ্ড এ থানা ঘিরে পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় এ দেশের থানাগুলিকে মানোন্নীত থানায় ও প্রশাসনিক বিকেন্দ্রীয় করনের প্রয়োজনে এবং উন্নয়নের সুফল জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ১৯৮৩ সালে উপজেলা পদ্ধতি চালু হয়। মুলতঃ ১৪ মার্চ ১৯৮৩ তারিখ জলঢাকাকে প্রশাসনিক মানোন্নীত থানা হিসেবে ঘোষণা করা হয় এবং একই বছর উপজেলা ঘোষিত হলেও জলঢাকার ইতিহাস অতি প্রাচীন। জলঢাকা আসামের কামরুপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আনুমানিক ৬ষ্ঠ অথবা ৭ম শতাব্দীতে কামরুপ রাজ্যের রাজা ভগদত্ত এ রাজ্য শাসন করতেন। কুচবিহারের জলঢাকা নামে একটি নদী ভুটান থেকে উৎপন্ন হয়ে এ উপজেলায় এসে তিস্তা নদীর মূল স্রোতধারায় বাহিত হত বলে নদীর নামে এ স্থানের নাম হয় জলঢাকা। আবার অনেকে মনে করেন স্থানটিতে তিস্তা ও করতোয়া নদীর মিলিত স্রোত প্রবাহিত ছিল। জলে ঢাকা ছিল বলে নদী তার গতিপথ পরিবর্তন করলে জেগে উঠা স্থানটির নাম হয় জলঢাকা।

জনসংখ্যার উপাত্ত

  • জনসংখ্যাঃ
মোটঃ ৩,৪০,৬৭২ জন (প্রায়)
পুরুষঃ ১,৭১,৪৬৬ জন (প্রায়)
মহিলাঃ ১,৬৯,২০৬ জন (প্রায়)
  • লোক সংখ্যার ঘনত্বঃ ১,১২২ (প্রতি বর্গ কিলোমিটারে)

শিক্ষা

  • জলঢাকা সরকারি কলেজ
  • বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ

চিত্তাকর্ষক ও প্রত্নতাত্ত্বিক স্থান

স্থাপত্য : বৃহত্তম শহীদ মিনার

  • ধর্মপালের গড়,
  • হরিশচন্দ্রের পাঠ

অর্থনীতি

হাট বাজার

জলঢাকা বাজার,রাজারহাট বাজার, পূর্ব খুটামারা চৌপুতি বাজার, মীরগঞ্জ হাট, চৌধুরীর হাট, টেংগনমারী হাট, নওয়াবগঞ্জ হাট, কৈমারী হাট, কালীগঞ্জ হাট, দিয়াবাড়ী বাজার, খেরকাঠি হাট, বালাগ্রাম হাট, ডাকালীগঞ্জ হাট, বিন্নাবাড়ী বাজার।

নদনদী

  • তিস্তা নদী
  • বুড়ি তিস্তা নদী
  • আউলিয়াখানা নদী
  • ধাইজান নদী।
  • চারালকাঠা নদী

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • জোবান উদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য।
  • আনোয়ারুল কবির চৌধুরী, মেয়র।
  • মিজানুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য।
  • কাজী ফারুক কাদের, সাবেক সংসদ সদস্য।
  • রানা মোহাম্মদ সোহেল, সাবেক সংসদ সদস্য।
  • সাদ্দাম হোসেন পাভেল, সংসদ সদস্য।

আরও দেখুন

  • নীলফামারী জেলা;
  • রংপুর বিভাগ।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • বাংলাপিডিয়ায় জলঢাকা উপজেলা

Text submitted to CC-BY-SA license. Source: জলঢাকা উপজেলা by Wikipedia (Historical)

Articles connexes


  1. জলঢাকা সরকারি কলেজ
  2. জলঢাকা থানা
  3. জলঢাকা ইউনিয়ন
  4. নীলফামারী সদর উপজেলা
  5. শৌলমারী ইউনিয়ন, জলঢাকা
  6. ডাউয়াবাড়ী ইউনিয়ন, জলঢাকা
  7. শিমুলবাড়ী ইউনিয়ন, জলঢাকা
  8. আউলিয়াখানা নদী
  9. জলঢাকা পৌরসভা
  10. ডিমলা উপজেলা
  11. কিশোরগঞ্জ উপজেলা
  12. খুটামারা ইউনিয়ন
  13. নীলফামারী জেলা
  14. গোলমুন্ডা ইউনিয়ন
  15. কাঁঠালী ইউনিয়ন
  16. বালাগ্রাম ইউনিয়ন
  17. বদরগঞ্জ উপজেলা
  18. ডোমার উপজেলা
  19. হাতীবান্ধা উপজেলা
  20. নীলফামারী-৩